Saturday, August 24, 2024

প্রতিবাদী মুখ -- তরুণ চ্যাটার্জ্জী

 প্রতিবাদী মুখ
 তরুণ চ্যাটার্জ্জী 
 24/08/24
এমন করে কাটবেনা কাল,
হবেই হবে শেষ।
কোমড় বেঁধে পথে নামো,
রক্ষা করতে দেশ।

পুতানা রাজ্যে রাহুর দাপট,
সুস্থ জীবন ত্রস্ত।
হিঁচড়ে এদের নামাতে হবে,
ঘোর প্রতিবাদ অস্ত্র।

চোখের জল পায় না মূল্য,
হয় না ন্যায়বিচার।
অপরাধীরা অবাধে চালায়,
অন্যায় অনাচার।

আলোর চেয়ে আঁধার বেশী,
দেশের ঘরে ঘরে।
লুটেরা পুলিশ জুলুমবাজে,
জীবন অতিষ্ট করে।

মুখে কুলুপ সুশীল সমাজ,
বিবাদ বিরোধ ছাড়া।
খেতাব ভাতা বিজ্ঞাপনে,
বিকোয় শিরদাঁড়া।

লাঞ্ছিত আর বঞ্চিতরা,
সাহসে বাঁধো বুক।
অত্যাচারীর মুখোশ খুলে,
হ‌ও প্রতিবাদী মুখ।

No comments: