Saturday, August 17, 2024

যাবার পালা -- তরুণ চ্যাটার্জ্জী

 যাবার পালা
 তরুণ চ্যাটার্জ্জী 
 16/08/24
দিকে দিকে শুধু হাহাকার ওঠে, 
শুনি মানুষের কান্না।
লজ্জা কলঙ্ক পদে পদে ফোটে,
নাগরিক ক্ষোভ ঘেন্না।

ছোট্ট অথবা বিচ্ছিন্ন নয়,
অপরাধ ধর্ষণ কেলেঙ্কারি।
বিচারের নামে প্রহসন হয়,
সুরক্ষিত নয় নারী।

শিরদাঁড়া কারো সোজা নেই আর,
সুশীল মানুষজনের‌।
ভিক্ষা অথবা ভর্তুকি তার,
শীতঘুমে রাখে মনের।

দুষ্কৃতীদের অবাধ তান্ডব আর,
ঘুষ প্রতারণা চুরির খেলা।
রাজপথ জুড়ে প্রতিবাদী ঝড়,
এবার যাবার পালা।

No comments: