Wednesday, August 21, 2024

রাজা সাজা -- বনানী সাহা

 রাজা সাজা 
 বনানী সাহা 
 ১৭- ০৮- ২০২৪
ছোট্ট ছোট্ট চড়ুইগুলো ---
এসে বকের কাছে,
মাছ খাবে বলে ---
তারা বায়না ধরেছে ।

তাই না শুনে মিছিমিছি --
শালিক লাগায় চেঁচামেচি ।
ব্যাপারটা কি  হচ্ছে দেখতে --
ময়না, ঘুঘু ,কাকাতুয়াও এসেছে ।

বনের মাঝে এমন শোরে ---
শেয়াল ভায়া  এলো দৌড়ে।
চশমা চোখে এঁটে পন্ডিত --
ভাবছে ,কি বলা ঠিক ?

এমন সময় বনের রাজা ---
হুঙ্কারে এলেন, দেবেন সাজা।
পাখিগুলো উড়ে গেল।
বাকিরা ভয়ে পালালো !

কাঠবেড়ালি ছিল পাশে--
কান্ড দেখে ,মিটিমিটি হাসে।
সিংহ গেল রেগে বেজায় !
সবাই কে শাস্তি দিতে চায় !

ভয়ে কাছে কেউ এলো না।
রাজার কথা কেউ শুনলো না!
ভয় দেখিয়ে রাজা সাজা!
ভালোবাসায় রাজা ,সুখী প্রজা।

No comments: