Saturday, August 17, 2024

এখনও সময় -- নিবারণ চন্দ্র দাস

এখনও সময় 
নিবারণ চন্দ্র দাস 
১৬/০৮/২০২৪
বুদ্ধিজীবী নষ্ট এখন হালেডালে, 
সবাই এখন ভিক্ষা করে সাতসকালে।
শিরদাঁড়া সব বন্ধকী যে টাকার কাছে ,
খাওয়া মাখা হয়ে গেলেই ওরা বাঁচে।

মানুষ এখন ধান্দাবাজির বিষম পাঁকে,
যৎসামান্য জুটে গেলেই বিভোর থাকে।
ঘটে চলুক যেথায় যতেক অনাসৃষ্টি,
নামে নামুক ধরণীতে অগ্নি বৃষ্টি।

তাও তো আমি চুপ করে রই ভীষণ ভয়ে,
শিরদাঁড়া আর বুদ্ধিবৃত্তি যাচ্ছে ক্ষয়ে।
এমন একটা দিন কোনদিন আসুক চুপে,
প্রাণের সাড়া উঠবে জেগে ধ্বংসস্তূপে।

ধ্বংস করে সব সম্পদ যেন পিতৃদত্ত,
ভুলে যে যায় যখন তারা মদ-মত্ত।
সময় এখন রুখে দেওয়ার ধান্দাবাজি,
প্রয়োজনে প্রাণ দিতে হয় তাও রাজি।

ফিরে দাঁড়াও দেশে দেশে ঘরে ঘরে,
আফশোসটা করতে না হয় পরস্পরে।
পাশের ঘরে লাগলে আগুন পুড়বে এ ঘর,
তাই এখনও সময় আছে সংশোধন কর।
                    

1 comment:

Anonymous said...

অজস্র ধন্যবাদ