মনিরা মাসিদ
এবার আমি বিচার চাই
দূর্ঘটনা ঘটে যাওয়া যাওয়ার পর জেনে কি হবে যে আমি কতটা আতঙ্কের প্রহর কাটিয়ে ছিলাম ?
আথচ আমার সঙ্গে বারবার এটাই হয় --
আমার সঙ্গে দূর্ঘটনা ঘটে যাওয়ার পরই দেশ
উত্তাল হয়, পৃথিবী বিচলিত হয়, আমার উপর অত্যাচারের প্রতিবাদে জ্বলে ওঠে মোমবাতি,
গর্জে ওঠে দেশবাসী , রাষ্ট্রশক্তির কাছে জরালো আবেদন করে অপরাধীর শাস্তির দাবিতে রাস্তায়
বসে পড়ে নাগরিক সমাজ ।
কখনো কখনো অপরাধীকে ধরাও হয়।
* তারপর ?
তারপর চলতে থাকে বিচার - কথা পিঠে কথা,কথার পিঠে কথা বলতেই থাকে চলতেই থাকে ,দেশ জুড়ে ,
পৃথিবী জুড়ে।
একদিন মোমবাতি ও শেষ হয়ে যায়।
আবারো একটা মোমবাতি জ্বলে ওঠে অন্য
কোনোখানে অন্য কোনো নামের আমারই উপর অত্যাচারের প্রতিবাদে..
No comments:
Post a Comment