Tuesday, August 13, 2024

গণতন্ত্র মরছে হরদম -- অরুণ কুমার মহাপাত্র

গণতন্ত্র মরছে হরদম 
অরুণ কুমার মহাপাত্র 
১১/০৮/২০২৪
কপালে মানবিকতার তিলক এঁকে 
সেদিন পাশে ছিলাম আমরা...
তবুও পৃথিবীর গভীরতম অসুখে
সেদিন নির্বিঘ্নে হেঁটে গেছি আমরা...
আমাদের গায়ে কেউ কেউ জোর
করে লিখে গেছে শত্রুর তকমা...
পাল্টে যায় আবহাওয়া... খান খান
হই আমরা...
মৃত্যু আগুন আর ধ্বংসলীলা ব্যথিত 
করে মন... ধ্বংস সে তো এক লহমায় ,
গড়তে অনেক বছর...
বিপদ সীমার ওপারে রাজার গুমঘরে
ওরা আটকে রেখেছে ভবিষ্যৎ...
তুচ্ছ আজ জীবনের দাম... ।
ঘৃণার অন্তিমে বিশ্বাসের কাটাছেঁড়া 
দাগ নিয়ে আমরা ছুটবো কত আর...  !!
গণতন্ত্রের লাশকাটা ঘরে লাইফ সাপোর্টে 
ধুকপুকিয়ে বাঁচা গণতন্ত্র মরছে হরদম...

No comments: