অগ্নি শিশু ক্ষুদিরাম
গৌতম পাল
১১/০৮/২০২৪
অগ্নি শিশু তুমি বীর ক্ষুদিরাম
মরতে পাওনি ভয়,
ফাঁসির মঞ্চে মুখের হাসিতে
করলে হৃদয় জয়!
অশ্রুজলে ভাসি ভারতবাসী
তুমি দিলে বলিদান,
আজ প্রয়াণ দিবসে লহ শ্রদ্ধার্ঘ্য
ভুলিনি তোমার অবদান।
তুমি হাসিমুখে নিয়েছিলে তুলে
ফাঁসির দড়িটা গলে,
অন্তরের অর্ঘ্য করি নিবেদন
তোমার চরণ তলে!
দেশের জন্য নিবেদিত প্রাণ
আঠারো বছর বয়স,
গোটা ভারত দেখে স্তম্ভিত
তোমার অদম্য সাহস।
দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে
নিয়েছিলে দৃঢ় শপথ,
তোমার সেই মহান আত্মত্যাগ
আজও দেখায় পথ!
ফাঁসির মঞ্চে তোমার গাওয়া
সেই মাতৃ মুক্তির গান,
আজও প্রাণে জাগায় শিহরণ
করি অমৃত সুধা পান!
শহীদের কখনো হয় না মরণ
হৃদয়ে আছ চিরদিন,
আজও দেশ পারে নি ভুলতে
তোমার রক্তের ঋণ!
No comments:
Post a Comment