Thursday, August 1, 2024

বাসনা -- অনিরুদ্ধ রানা


       বাসনা
       অনিরুদ্ধ রানা 
        ৩১/০৭/২৪
শ্রাবণী বেলায়       ঘন বরষায় 
কে ডাকে আমায়   আয় রে ছুটে,
যৌবন সায়রে       প্রণয় বাসরে 
মধু প্রাণ ভরে  নেবো রে লুটে।

মনের আয়না      ধরেছে বায়না 
ছোঁয়া তো যায় না  আপন করে,
সে কি ভোলা যায়?     ব্যথা বেদনায় --
নীড় বাঁধা দায় হৃদয় ডোরে।

ভুলিব কেমনে      তাই সঙ্গোপনে 
নয়নে নয়নে  ঝরিছে অশ্রু, 
এ কেমন মায়া      বট বৃক্ষ ছায়া 
বিরহিণী কায়া পাকিল শ্মশ্রু।

No comments: