Thursday, August 1, 2024

'তুমি' আছে তাই ......-- দিলীপ ঘোষ

'তুমি' আছে তাই - - -
দিলীপ ঘোষ
৩১/০৭/২৪
'তুমি' আছে তাই
আদর ভালোবাসা মাখা কত কি যে যায়
অভিধানে তত শব্দের হদিশ মেলা ভার।
বর্ণনা দিতে গিয়ে কলম ক্লান্ত
প্রকাশ করার ক্ষেত্রে হয়ে যায় পরিশ্রান্ত।

'তুমি' আছে তাই
ভালোবাসার মিষ্টি দেওয়া চা
বিছানায়, সকালকে মেলে।
সময়ের লাল চোখ
পেটে গামছা বেঁধে, না খেয়ে
কান ধরে কোনদিন যদি টেনে নিয়ে যায় কর্মস্থলে
'তুমি' তখন রাগ করে
গোলাপ যেমন রাগ করে ভ্রমরের প্রতি
                                                     পাপড়ি মেলে।
কড়া শাসনের সাথে অনুরাগ
কার না ভালো লাগে
কার না ভালো লাগে ভালোবাসার বকুনি পেলে।

পরিস্কার পোশাক না পোরে, একদিন বাইরে গেলে
কড়া পাকের লাল চোখের আন্তরিকতা
'তুমি' সযত্নে দেয় আঁচল খুলে
তুমি আছে, তাই সীমাহীন মূল্যবান প্রশ্রয় মেলে।

অসুস্থতা কোন সময় গ্রাস করলে
অবিশ্রান্ত বৃষ্টি নামে 'তুমি'-র মরমী অন্তরে
দরদী হৃদয় দুঃখ কষ্টের চিতায়
নীরবে পুড়ে মরে
যতক্ষন অন্তর-আত্মার অসুখ না-সারে।

'তুমি' আছে তাই - - -

No comments: