Thursday, August 1, 2024

ফিরে পেতে চেয়ে -- ড. বলরাম ঘোষ

 ফিরে পেতে চেয়ে  
  ড. বলরাম ঘোষ 
   ৩১. ০৭. ২৪
      চারপাশে বড় অভিমান জড়ো হচ্ছে 
     নীল সমুদ্রে ঝড় ওঠার আগে 
ক্ষোভে ফুঁসে ওঠা বাতাস বড় ভারী হয়ে আছে।
       একটা নিস্তব্ধতার পরে বৃষ্টি এসে ভিজিয়ে দিলেও 
উত্তাপ কমে যায় না ! 
       মনের কোনে জমে থাকা মেঘের মতো 
জমে থাকা অভিমান একদিন তো ঝরে পড়বেই!
    আমি তুমি পৃথিবী যতই চুপ থাকি না কেন 
একদিন সবাই ঘর ছেড়ে বেরিয়ে আসবেই 
হয়তো সূর্যাস্ত দেখবে বলে, হয়তো সূর্যোদয় পর্যন্ত 
সারারাত মানুষ অপেক্ষা করবে একটা আস্ত অন্ধকার 
কাটিয়ে ঘাসে ঝরা শিশির, ধান ভরা মাঠ আর নীল
মাখানো আকাশ দেখবে বলে! 
   হাজার বসন্তের উৎসব, শরতের সোনালি রোদ, শ্রাবণের 
ক্ষেত চষা মাটির গন্ধে মাতাল বাতাস বয়ে যাক আমার তোমার হৃদয় খুঁড়ে...

No comments: