Tuesday, August 13, 2024

হে মৃত্যুঞ্জয়ী বীর লহ প্রণাম -- বিনয়ব্রত ভট্টাচার্য্য

 হে মৃত্যুঞ্জয়ী বীর লহ প্রণাম !
 বিনয়ব্রত ভট্টাচার্য্য 
 ১১/০৮/২০২৪..
স্মরণে মননে রয়েছো অগ্নিবীর শহীদ হে ক্ষুদিরাম 
তোমার চরণে জানাই সভক্তি সহস্র কোটি প্রণাম!
ভারত মাতার অকুতোভয় আদর্শ বীর সুসন্তান
করেছিলে সাম্রাজ্যবাদী ব্রিটিশের দর্প চূর্ণ, খান খান!
স্বাধীনতার সংগ্রামে ছিলে আপোষহীন, জান কুরবান
দেশের তরে, স্বাধীনতার বেদীমূলে দিলে জীবন বলিদান।
ছিলে তুমি জাতি, দেশের, তরে সমর্পিত এক অতি মহা প্রাণ!
নির্ভিক চিত্তে, হাসিমুখে গেয়েছিলে জীবনের জয়গান!
তোমার আহূতিতে ধন্য, কৃতার্থ, মোরা হে প্রিয় অগ্নিবীর
স্বাধীনতা সংগ্রামের রণে স্থির লক্ষ্যে তুমি যুধিষ্ঠির!
তবুও তোমার আত্মত্যাগে হইনি উদ্দীপ্ত, শেখেনি উত্তরপুরুষ, নির্বিকার!
অজ্ঞ মূর্খ অকৃতজ্ঞ মূঢ় মানুষ রাখেনি যথার্থ মান তোমার!
হাসতে হাসতে ফাঁসির রজ্জু পরেছো হে অকুতোভয় প্রাণ
তোমার আত্মত্যাগ আজও তোলে হৃদয়তন্ত্রীতে অনির্বচনীয় শিহরণ!
হে বিপ্লবী বীর, হে দেশপ্রেমী, মৃত্যুঞ্জয়ী শহীদ, হে সুমহান
আজিকে তব মহা প্রয়াণ দিবসে পুনর্বার জানাই তোমায় সশ্রদ্ধ ভক্তি প্রণাম।
অজ্ঞ জনে, অন্ধ জনে, জ্ঞান দাও, দাও আলো, শক্তি দাও
দেহে মনে প্রাণে অন্তরে চেতনা চৈতন্য দেশপ্রেম জাগাও 
লক্ষ কোটি প্রাণের বিনিময়ে, রক্ত ঝরিয়ে  অর্জিত হয়েছে যে স্বাধীনতা 
করতে হবে রক্ষা, উড়ুক শূন্যে, পত পত করে প্রিয় গর্বের ত্রিরঙ্গা পতাকা।

No comments: