রাখী বন্ধন
বনানী সাহা
২০ -০৮- ২০২৪
শুধুই সুতো নয় তো ; এ যে ভালোবাসা ----
এ যে বিশ্বাস আর প্রতিজ্ঞা!
যা রাখী হয়ে ভাইয়ের হাতে শোভা পায় ।
কতো আনন্দে বোন পরিয়ে দেয় !
ভাইয়ের প্রতিজ্ঞা বোনকে সুরক্ষা দেবার আর- ----
বোনের বিশ্বাস, ভাই পাশে আছে ভয় কী আবার?
ভাইবোনের পবিত্র সম্পর্ক আরো মজবুত করে রাখী।
রাখী বন্ধন আজ আর শুধু ভাইবোনের উৎসব নয়।
কবিগুরু বঙ্গ ভঙ্গের প্রতিবাদে ---
রাখী বন্ধন শুরু করেছিলেন বাংলাতে ।
সেই ১৯০৫ সালে হিন্দু মুসলিম ভাই ভাই বোঝাতে ।
উঁচু নিচু জাতি ভেদাভেদ ভুলে ----
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাখী পরিয়েছিলেন---
সেদিন সকলের হাতে ; আবার শুরু হলো রাখী বন্ধন ।
তখন থেকে রাখীবন্ধন শুধু ভাই বোনের উৎসব নয় ।
এ যে সকল জাতি ধর্ম বর্ণের, ধনী গরিবের সবার মিলন উৎসব !
No comments:
Post a Comment