Wednesday, August 21, 2024

রাখী বাঁধা -- কালাচাঁদ মন্ডল

 রাখী বাঁধা 
 কালাচাঁদ মন্ডল 
 ১৯/০৮/২০২৪
শ্রাবণ পূর্ণিমা তিথি, বলে চন্দ্র ডাকি,
ভ্রাতার মঙ্গল আর দীর্ঘায়ুর তরে,
চিত্তের  পবিত্রতায়  মনে পণ ধরে,
বেনেরা ভ্রাতার হস্তে বাঁধো হেসে রাখী।

দ্রৌপদী পঞ্চপাণ্ডব পত্নী শুদ্ধ থাকি,
কৃষ্ণকে পরায় রাখি ভক্তি শ্রদ্ধা ভরে,
কর্ণাবতী বাঁধে রাজা  হুমায়ুন করে;
‘আত্মার সন্ধি’ বন্ধনে  রাখি নহে ফাঁকি।

রীতি মেনে বোন বাঁধে রাখী ভাতৃ হাতে,
মঙ্গল হয় ভ্রাতার সর্ব কাজে তাতে।

সম্পর্ক অটুট হয় রাখী বাঁধা দিয়ে,
রক্তের সম্পর্ক বিনে আপনত্ব জন্মে;
ভ্রাতৃত্বের মাঝে বাঁধা পড়ে দুটি হিয়ে,
আত্মার আত্মীয় বলে দায় সৃজে মর্মে।

No comments: