অবাক পৃথিবী
দীপ্তি চৌধুরী ঘোষ
20/08/24
অবাক পৃথিবী যতই দেখছি
বিস্মিত হয়ে যাই,
মানুষে মানুষে বিভেদ যে কত
চিন্তা করছি তাই |
অর্থের সাথে ধর্ম বিরোধ
মানুষ সদাই করে,
হিংসা-বিদ্বেষ খুন-খারাপিতে
কতনা রক্ত ঝরে |
ধনী-দরিদ্র সবাই সমান
মানুষে জগৎ সারা,
কারোর ভেতর হিংসায় ভরা
রক্তের একি ধারা!
ভুবন মাঝারে গরিবের তরে
কাঁদে না কারোর মন,
স্বার্থের টানে ক্ষমতার জোরে
লুটছে পরের ধন |
অবাক করল বিধাতা আমায়
মানব জন্ম দিয়ে,
মানুষে মানুষে ঝগড়া বিবাদ
অর্থ ধর্ম নিয়ে |
No comments:
Post a Comment