Saturday, August 17, 2024

স্বাগত হে স্বাধীনতা -- নেপাল বিশ্বাস

 স্বাগত হে স্বাধীনতা 
 নেপাল বিশ্বাস 
  ১৫.৮.২৪
শক্ত পোক্ত ব্রিটিশ রাজ্য ধ্বংস করেছি ভুজবলে, 
মসনদ তার পিষ্ট হয়েছে ভারতবাসীর পদতলে ।
নেতাজি সুভাষ আশ্বাস দেন রক্ত দাও হে ভারতীয়, 
নিশ্চয় পাবে স্বাধীন ভারত সম্মান পাবে রাজকীয় ।

ত্যাগের মন্ত্রে দীক্ষিত হলো সকল ভারত বর্ষীয়, 
শিরায় শিরায় বহিতে লাগিলো আনন্দধারা স্বর্গীয় ।
বিদ্রোহিকবি কাজীনজরুল, তারসঙ্গীতে সবে মাতে, 
চারিদিকে শুধু অগ্নি তুল্য বিদ্রোহ চলে দিনেরাতে ।

সূর্য সেন ও ক্ষুদিরাম বসু দলেদলে তোলে আলোড়ন, 
অখণ্ড দেশে সেসময় ছিলো সব ভারতীয়'র ভালো মন ।
তাই উনিশ'শ সাতচল্লিশ সাল আমাদের স্মরণীয়,
প্রতীক্ষান্তে আগস্টে হলো বিশ্বে ভারত বরণীয় ।

এস্থানে নাই কোন রেষারেষি ভারতবর্ষে আছি বেশ,
বিশ্ব মধ্যে ভারতবর্ষ গণতান্ত্রিক এক দেশ ।
বিভিন্ন ভাষা তবুও আমরা বন্দি মাতাকে এক সুরে,
দূরে আছি সব তবু মনে হয় কেউ তো কারোর নয় দূরে ।

ভারতের মাটি ভারতের বায়ু ভারতের জল মনোরম,
ভারতেই গড়া অমর কীর্তি ভারত কীর্তি অনুপম ।
ভারতবর্ষ বিশ্ব মধ্যে শ্রেষ্ঠ আসন করে লয়,
তাইতো আমরা গর্বিত সদা ভারতীয় মোর পরিচয় ।

No comments: