Wednesday, July 31, 2024

আকাশের মতো মন -- বনানী সাহা

 আকাশের মতো মন
 বনানী সাহা
 ৩০- ০৭- ২০২৪
আকাশের ব্যাপ্তি বোঝা নাহি যায়--
ছড়িয়ে আছে, দূর--- সীমানায়!
মিশে রয় মহাকাশের সাথে ।
মাপবে তারে , সাধ্য কার আছে !

মনের ব্যাপ্তিও আকাশের মতো!
আলোর গতিবেগের চেয়ে দ্রুত !
অতো বড়ো ব্যাপ্তি যার আছে---
সেই মন কে ছোট করা, নাহি সাজে ।

মনের উদারতা ,ভালো মানুষের পরিচয় ।
একে ছোট করা ,প্রকৃতির বিরুদ্ধ হয়।
ঈশ্বর দিয়েছেন, মনের ব্যাপ্তি আকাশের মতো ।
জগতের কল্যাণের তরে, করতে ব্যবহৃত ।

মনকে বড় করে ,যদি দাড়াও মানুষের পাশে--
একই সাথে সূর্য -চন্দ্র ,মনের আকাশে হাসে।
খেলবে তখন, অনেক ফুল মনের আঙিনায় ।
খুশির বাতাস লহর হয়ে, মনের মাঝে বায়।

ধন্ সম্পদ ,উচ্চ বংশ ,মানুষের নয় তো পরিচয়।
সুন্দর আচার- ব্যবহার আসল পরিচয় ।
সুন্দর বাবহার আসে ,উদার হলে মন ।
সুন্দর একটা মন হল-- আসল সম্পদ ধন ।

No comments: