Tuesday, August 13, 2024

বিশ্ব ত্রাস ঋণের গ্রাস -- তরুণ কুমার ভট্টাচার্য

বিশ্ব ত্রাস ঋণের গ্রাস
তরুণ কুমার ভট্টাচার্য
গরিব ধনী     সবাই ঋণী
ঋণ ছাড়া নাই
ঋণী যারা      অধম তারা
বড়ই জ্বালা পাই  ।

কত কথা          কত ব্যথা
ঋণীর প্রতি থাকে
মিটিয়ে দিলে   টাকা পেলে
আর কি বলার তাকে  ?

টাকা এল           টাকা গেল
রয় অকথ্য ভাষা
মানুষে মানুষে ব্যবহার শেষে
বিনষ্ট হয় আশা  ।

বললে রাগে        বড্ড লাগে
ভাবলো বুঝি পাবেনা
করতে আদায় ঋণীরে কাঁদায়
কোন কিছুই ভাবেনা  ।

পথে-ঘাটে      ভয়ে কাটে
এখন যদি চায়
কিস্তি দিলে     রাখে তুলে
আবার ভুলে যায়  ।

সম্পর্ক             হয় বিতর্ক
নিকট হবে পর
সম্বোধনে         লাগে কানে
শ্রবণ চেপে ধর  ।

নিত্য সঙ্গী          বদল ভঙ্গী
মুখ দেখলে রাগ
রাখো শুনি'      হয়োনা ঋণী
মনেতে লাগবে দাগ  ।

ঋণের তাড়া          গৃহ ছাড়া
চোর পুলিশের খেলা
বাড়া ভাতে         অপেক্ষাতে
বৃথাই কাটবে বেলা  ।

ওহে ঋণ           তোমার বীন
বিশ্বে আন্দোলিত
তোমার ছোবল বোঝে কেবল
যার বুকেতে ক্ষত  ।

No comments: