Friday, August 9, 2024

আমি নই -- নিবারণ চন্দ্র দাস

আমি নই 
নিবারণ চন্দ্র দাস 
০৮/০৮/২০২৪
চাই না আমি কবি হতে 
  নইকো আমি কবি,
সোহাগ ভরে লিখে রাখি 
  চলমান জলছবি।

সাহিত্য থাক সজাগ সচল 
  থাক প্রতিবাদ বেঁচে,
নাই বা হল মুক্তো পাওয়া 
   সপ্তসিন্ধু সেঁচে।

লিখে রাখি মানব বেদন 
  সমাজ সচেতনা,
লিপিবদ্ধ করে রাখি 
  মানবিক বেদনা।

তিতিবিরক্ত গৃহবাসী 
  লিখি কেমন করে,
তাও লিখে যাই যেমন তেমন 
   এই কালো অক্ষরে।

লিখে রাখি মানবতার
   নীতিগত ক্ষয়,
আমার সময় ফুরিয়ে এলো 
   পাইনা তো আর ভয়।

লিখে রাখি দেশ বিদেশে 
   চলছে যা সব আজ,
মন কামনায় ডাক দিয়ে যাই 
   পড়ুক ভেঙে বাজ।

রেখে গেলাম আপন মনন 
   বদলে যাবেই সব,
জগত জুড়ে ভরবে আবার 
   খুশির কলরব।

মানুষ আবার মানবতায় 
  আসবে ফিরে ঠিক,
গাইবে আবার আনন্দ গান 
   ভরবে দিগ্বিদিক।

বলছি আবার নই তো আমি 
   কবি সাহিত্যিক,
ভুল যদি কই তোমরা সবাই 
   দিও আমায় ধিক্।
          

1 comment:

Nibaran Chandra Das said...

আপ্লুত কৃতজ্ঞতা