Friday, August 9, 2024

বাইশে শ্রাবণের অর্ঘ্য -- দুলাল চন্দ্র দাস

বাইশে শ্রাবণের অর্ঘ্য
দুলাল চন্দ্র দাস
৮/৮/২৪
কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে
জন্ম হয়েছিল তোমার কবি,
তোমার কলমে এঁকেছিলে সারা বিশ্বের ছবি
তোমার হৃদয় মাঝে।

বাইশে শ্রাবণ দুপর বেলায়
নিভলো রবীর জীবন প্রদীপ
নামলো ধরায় অন্ধকার, হরিয়েছি রবী তোমার
হৃদয় মাঝে থাকো হৃদয় জুড়ে।

তুমি ছিলে গানের জগতের আলো
তুমি ছিলে বিশ্ব ভূবনে ভাষার যাদুকর,
তোমার রচনা গানের সুরে,
সবাইকে নিলে আপন করে
সোনারতরী, খেয়া,গীতিমাল্য,গীতালি, গীতবিতান
রচিলে তুমি গীতাঞ্জলি, বিশ্ব দিয়েছে সন্মান।

হে বিশ্ব কবি ,জ্বালাতে জ্ঞানের প্রদীপ
ফিরে এসো আবার ধরণীর মাঝে,
কোন এক নবীন কবির সাজে
তোমার কলমের গল্প নাটক নিয়ে।

আমরা সকল দেশবাসী বাইশে শ্রাবণ এলে
প্রয়াণ দিবস করছি পালন,তোমাকে হারিয়ে
আজ যেখানে থাকো তুমি, লহ পুষ্পাঞ্জলি
জানাই প্রণাম তোমার চরণে
গেয়ে তোমার লেখা গানে।

No comments: