Saturday, August 24, 2024

অভয়া -- অসীম সাহু

অভয়া
অসীম সাহু
23.08.2024
(09.08.2024  তারিখে এক মর্মন্তুদ হৃদয় বিদারক বিদূষী কন্যার মৃত্যুশোকে এক উদ্বেলিত পিতৃপ্রাণ)
হয়তো এই কথা বলতে চেয়েছিলে অভয়া,
যন্ত্রণার কষ্টে বলতে চেয়েও বলতে পারলো না ।
অসহ্য অত্যাচারে দাঁতে দাঁত চেপে রেখে না বলা কথা আজ
টর্নেডো হয়ে আকাশ বাতাস ভূতল কাঁপিয়ে শত শত প্রাণে
আছড়ে পড়েছে সারা পৃথিবীর কান্নাভেজা হাহাকার বুকে  ।
শত শত ঘুমন্ত প্রাণ উঠেছে জেগে তোমায় সামনে রেখে
হাতরস থেকে কাঠুয়া কামদুনি পেরিয়ে পথে ঘাটে প্রান্তরে ।
তোমার রক্ত মেশানো  চোখের জলে জ্বলেছে আগুন
মশালে মশালে  উঠছে লেলিহান শিখা  হাতে হাত রেখে ।
দোষ একটাই নারী হয়ে নীরবে সহ্য করেছো সবকিছু  যুগযুগ ধরে
দোষ একটাই নারী হয়ে দিয়েছো জন্ম আগলে রেখছো সন্তানেরে শত বিপদে বিনিময়ে পেয়েছো সব হারিয়ে সব হারানোর অধীর শোকে আগুন চাপা কান্না
সহস্র শতাবদীর লজ্জা মেশানো অপমান, গ্লানি, বিদ্বেষ,সংহার করা স্বাধীনতা।
মনুর কাল হতে চলেছে এখনো চলছে নারী হয়ে জন্মানোর অপরাধ
দোষ একটাই নারী হয়ে জন্ম নেওয়া যুগ যুগ ধরে বাড়িয়ে বিসম্বাদ ।
একটাই কথা বারেবারে আসুক জয় হোক সত্যের  জয় হোক মনুষ্যত্বের
হাত হাত রেখে একটাই শপথ হোক ভেদাভেদ মুছে নারী পুরুষ ভাঙুক আঁধার
জয় হোক  সম সম্যক স্বাধীনতার নির্ভয় মুক্ত স্বাধীন সম আকাশ চেতনার
অভয়া আগুনে জ্বলুক পবিত্র শিখা  হোক উজ্জ্বল অমৃত অমর মানবাত্মার ।
নির্ভয়া,অভয়া তিলোত্তমা তোমরা শুধু নারী নও আগুনের শিখায় পথ চলা প্রেরণার ।।

No comments: