Saturday, August 24, 2024

আশা -- দিলীপ ঘোষ

আশা
দিলীপ ঘোষ
২৩/০৮/২৪
বুনো ঝোপের আড়ালে উঁকি দেয়
সূর্যদয়ের লাল আভা, সবুজ ফুল
সকালে ঘরের ভেতরে বিনুনি বেঁধে
সন্ধায় তুলসীতলায় প্রদীপ জ্বালায় গৃহবধূ।
আঁকাবাঁকা জাতীয় সড়ক পার হয়
লক্ষ্যের দিকে ধাবমান টাটা সুমো
ওড়না উড়িয়ে দেহাতি বর্ষা ছুঁয়ে যায় শরীর
মনের মধ্যে ঝরে পড়ে ইলশেগুঁড়ি বৃষ্টি।

নদীর বুকে সাঁতার কাটে আঠারো বছর বয়স
নৌকার ঢাঁড় টানে মাজি
ওপারের ঘাটে পৌঁছাতে হবে তাকে
আবশ্যাই আগামীকাল, পারলে আজই।

অন্ধকার আরণ্যে জ্যোৎস্নার আলতো স্পর্শ
ফিসফিস করে টোকা দেয় আন্তর-আত্মায়
পা দুটো গতি পায় হেঁটে যেতে
নিজেই জানে না কোথায় সে হেঁটে যায়।

No comments: