Wednesday, August 14, 2024

এ জীবন এক কবিতা -- বিকাশ সাহা

এ জীবন এক কবিতা, 
 বিকাশ সাহা, 
১২_০৮_২৪
আমার দিন গুলো কবিতা- 
আর বিকেল হলেই হয় গল্প- 
রাত হলেই সব সমাপ্তি।
তবে পরের দিন সকাল হোলেই
ভীষণ শান্তি, শুদ্ধতা।
প্রতিটি দিন নতুন এক অধ্যায়, 
কখনো হাসি,কখনো কান্না, 
কখনো আনন্দ,কখনো বিষাদ।
জীবনের প্রতিটি দিন এক একটি কবিতা।এক একটি অধ্যায়।
বিকেলের রংধনু ছোঁয়ার গল্প, 
অন্তরে ভাসে স্মৃতির সুর, অতীতের কথা, ভবিষ্যতের আশা, 
বিকেল মানে গল্পের মেলা,
সারা দিনের গল্প। জীবনের গল্প।
রাতের নীরবতা জীবনের সমাপ্তি,
দিনের ক্লান্তি মিশে যায় রাতের বিছানায়, রাত শেষে- আসে নতুন প্রভাত
নতুন দিনের প্রতিশ্রুতি। 
সকাল মানেই নতুন আশার আলো, প্রকৃতির অবদান,মৃদৃ সুর- পাখির গান
কাকেদের কা কা শব্দ, ভোরের নির্মল বাতাস, জীবনের শুরু।
নতুন এক যাত্রা, সকাল হলেই মনে হয় ভীষণ শান্তি,পবিত্রতা।
সব মিলিয়ে এক সুন্দর একটি দিনের অধ্যায়,একটি পর্ব।
জীবনের,এই উপন্যাস আমার প্রতিদিনের কবিতা,
বিকেলের গল্প,রাতের সমাপ্তি,
সকাল হলেই ভীষণ শান্তি।

No comments: