বিলুপ্তির পথে
সঞ্জীব চক্রবর্তী
১/৮/২০২৪
বিলুপ্তির পথে চলছে একান্নবর্তী পরিবার
ভয় পেয়েছে নিজেকে বাঁচিয়ে রাখার ঘর ।
অকারণে ঘর ভেঙে যায় কখন
বেশ ছিল মিলেমিশে একত্রে তখন।
টাকা চাই,বাড়ি চাই বাজারে যান চাই
জীবন টা চাই চাই করে শেষ হলো তাই
কত উঁচুতে এখন থাকা হয়
ঝড় উঠেছে মনেতে কেনো ভয়।
একান্নবর্তী পরিবার বেশ ছিল ভালো
সকলের চোখে ছিল স্বচ্ছ আলো
মোবাইল হাতে শুভেচ্ছা চলছে এখন
পায়ে হাত দিয়ে প্রণাম প্রথা ছিল তখন।
প্রতিক্ষণে ভেঙে যায় একান্নবর্তী পরিবার
হচ্ছে হবে আরো কত কি আছে করার
ধার করা সভ্যতা যদি আসে ঘরে
একান্নবর্তী পরিবার গুলো এই ভাবে মরে।
ছোট ছোট পরিবার এক একটা কবুতরের বাসা
স্বজন নেই কেবল নিত্য নূতন মুখের যাওয়া আসা।
বাতানুকুল ঘরের মাঝে মনের সঙ্গে সংহার চলে
কাঁদে কেবল কথার কথা বিরামহীন জীবন বলে।
আকাশটা করে ছোট,প্রবেশ বন্ধ মনের আলো
নজরে কেবল সন্দেহের ছবি ,সাদা দেখে কালো।
চলে রোজ নিজের সঙ্গে কানামাছি খেলা
এমনি করেই জন্ম নেয় হরেক রকম মিথ্যার মেলা।
No comments:
Post a Comment