Wednesday, August 21, 2024

একটি অসম্পূর্ণ চিঠির প্রেক্ষিতে -- আইনুল হোসেন শানু

একটি অসম্পূর্ণ চিঠি' র প্রেক্ষিতে 
আইনুল হোসেন সানু' 
২০/০৮/২০২৪
আজ থেকে 
তেত্রিশ বছর আগে এবং  
একটাই চিঠি, সেও আধ ভেজা !
অজস্র ভুল বানানের সমারোহে তাতে
সম্বোধন হীন আর অসম্পূর্ণ
ছিলো চিঠি -টা !

তবে, 
ছিলোনা তাতেও কোনো দুঃখ! 
লিখেছিলো পেয়েছিলাম একান্ত মনে
সেটাই সব চেয়ে বড়!  

অনেক দিন
পড়েছি অনেক বার ভেবেছিও
অনেক কষ্টেও পারিনি কোনো মানেই 
দাঁড় করাতে,!

প্রতি বার'ই 
চিঠিতে লজ্জাবনত একটা
মুখের প্রতিচ্ছবি উঠেছে হেসে!  
আর প্রতি বারই
খুঁজে পেয়েছি প্রতি-টি লাইনের
আলাদা মানে এবং প্রতি-টি চিঠির 
ভিন্ন উত্তরও রেখেছি লিখে ! 

কিন্তু 
হয়নি পোষ্ট করা
অবসরে চিঠি গুলো পড়ি 
সাথে উত্তর, আক্ষেপে ঝরে দীর্ঘশ্বাস
এবং অপেক্ষা' ঐ অনন্তেরর! 
আজ
কাল নয় পরশু, ভাবি' 
ঠিকই একদিন কিংবা হয়ত
না কোনো দিনও
তবুও 
প্রতীক্ষমান 
প্রতীক্ষা' র প্রহর
প্রতীক্ষণ অপেক্ষা' র ! 

মনকে বলি,
দেখিস ঠিক একদিন
হতে পারে আজই নয় কাল 
কিবা হয়ত হবে পরশু 
দিনান্তে
বিস্তর অবসর অবসন্ন মনে
অবগাহন লোক চক্ষুর অন্তরালে,
শ্রান্ত ভ্রান্ত পদক্ষেপে নেই ক্ষতি তাতে ! 
হোক নিরসন 
অপেক্ষা-প্রতীক্ষিত দীর্ঘ-ময় 
যে' যাই বলুক সে' তো' তোমার'ই 
শুধু তোমার-ই জন্য.... 

No comments: