Saturday, August 17, 2024

কান্নার শেষে -- বিক্রমজিৎ মান্না

কান্নার শেষে
বিক্রমজিৎ মান্না 
তখন গভীর রাত ।
মুমূর্ষু রোগীদের বেদনায় স্বস্তির প্রলেপ দিতে 
গলায় স্টেথো আর সাদা জামার সাজে 
পঞ্চম বর্ষের ছাত্রী মৌমিতা ।
ইলেকট্রিক আলোয় ভাসা নগরী কলকাতা
যখন নিবীড় ঘুমাচ্ছন্ন ।

কয়েকটা প্রেস্ক্রিপসান লিখে 
কার্ডিওলজি ডিপার্টমেন্ট কক্ষে 
নিত্য নাইট ডিউটি মতোই 
শান্ত, সৌম্য হয়ে
ফেলেছিলো পা ।

কিন্তু সে জানতোনা
কি বিষম বিভীষিকা তার তরে অপেক্ষিছে ।
ক্ষণিকেই জ্বলে ওঠে নেকড়ের চোখ ।

 কিছু বুঝে ওঠার আগেই
সাতটি নর পশু রুমালে মুখ চেপে ধরে ।
কন্ঠের তীক্ষ্ণ চিৎকার কন্ঠেই রুদ্ধ হয় ।

একে - একে বন্য পাশবতার 
খুবলে খাওয়ার উন্মত্ত উল্লাস মাঝে
মায়ের মুখটা স্মরি কতোবার না
চিৎকার করেছে মা বলে ।
হয়তো পরম ত্রাতা বাবাকেও ডেকেছে বা ।

তাঁর সে চিৎকার 
মুখ বাঁধা রুমাল ভেদ করি
ঘুমাচ্ছন্ন ঘরের দেয়ালও টের পায়নি ।
দুটো হাতে নিজেকে বাঁচানোর ব্যর্থ প্রয়াসে
বাধা পেয়ে উন্মত জন্তুর নির্মম পেষন
শরীরের হাড়গুলোও আস্ত রাখেনি তাঁর
একে - একে দিয়েছে ভেঙ্গে ।

নগ্ন , বিভৎস রক্তাক্ত , মৃত শরীর ফেলে
কাক ভোর ফোটার আগেই
সাতটি বন্য ভিড়ে গ্যাছে নগরীর কোলাহলে ।
কিংবা নগরী ছেড়ে কোনো দূর গোপন গুহায়
এ ভাবশিষ্যরা রানিমার আঁচল ছায়ায় 
আছে ওরা যত্নে ভারি ।

চায়ের পেয়ালা হাতে
টিভিতে এ নিউজ শুনে
চমকে ওঠে আসমুদ্র হিমাচল ।

তৎক্ষনাৎ সে কাকভোরেই
রক্তে ভেজা মৃত শরীরের ঘ্রাণে
লোলুপ শ্যেণ চোখ , তীক্ষ্ণ থাবা লয়ে 
ঝাঁপায় পুলিশ ।
মেয়েটার বাড়িতে খবর পাঠায়
--- "আত্মহত্যা " বলে ।
ভেঙ্গে দেয় সি সি টিভি ফুটেজ গুলো ।
মিথ্যের ক্লেদ দেখি হয়তো আড়ালে থাকি
লজ্জায় ঢেকেছিল মুখ তার অন্তর্যামী ।

জনতার ক্রোধানল আর 
জেলের শিকল খুলে বাঁচাতে রানিকে ,
ফাঁসির দড়ির থেকে
বাঁচাতে ও অরণ্য সাত নেকড়েরে
চিতার আগুনে দেয় 
মৌমিতারে চির ভষ্ম করি ।
লোপাট করে ও হায়না পুলিশ  প্রমান ।
ভেঙ্গে দেয় সি সি টিভি সব ফুটেজে ।

গর্জে ওঠে নাগরিক যত 
দেশে - দেশে ঝরে পড়ে ঘৃণা আর ঘৃণা ।

মৌমিতা  !   অর্থ যাঁর -- মিষ্টি বন্ধু  !
হ্যাঁ ---
মিষ্টি বন্ধু হয়েই রয়ে গ্যালো
সহপাঠী মাঝে , কলেজের হৃদ কন্দরে ,
আপামর জনতার অশ্রু কণায় ।

হয়তো স্মৃতির ব্যথায় ,
কন্যা শোকে পাগলিনী মাতা তাঁর 
সুখের নিদ্রা হারা 
হয়ে গ্যালো এ জনম পথে । 
হয়তো ----
গান , আবৃত্তি , কিংবা স্কুলে পাওয়া
ভালো রেজাল্টের পুরষ্কার গুলো
যা আজও শোকেশ , বুক সেল্ফে সাজানো  ।
তা দেখে পিতা তাঁর চিরদিন
গুমরে মরিবে হায় নীরব মনে ।

তবুও মৌমিতা
রিক্ত মাটির বুকে রেখে গ্যালো নব মিতালী
আগামীর সজ্জন মানুষের মাঝে
সোচ্চার প্রতিবাদী প্রাচীর গড়ি ।

সে প্রাচীর একদিন
নগ্ন রানির পোষা 
তল্লাটে , পাড়ায় ,  ক্লাবে
মদ আর মাংশের
অনুদানে বেড়ে ওঠা নর পশুদের
গলায় পরায়ে শিকল এ ধূলায় আঁকিবেই
প্রগতির ও নবীন পথ ।

ধিকৃত , ক্লীব , নগ্ন এমন
বন্য রানিরে  দিতে বন্য গুহায় স্হান
হাতে - হাতে রাখি বাঁধি
উচ্চারিবে ভাবীকালে নবীন শপথ ।
        

No comments: