কত কথাই না বলে ফেললাম
অরুণ কুমার মহাপাত্র
১৩/০৮/২০২৪
লোক ক'টাকে পাষন্ড ছাড়া আর
কিছুই মনে হয় না...
এরা আসে , আবার বুদ্বুদের মতো
একদিন মিলিয়েও যায়... ।
যতদিন বাঁচে ওদের তরঙ্গাঘাতে
ভেসে যায় নিরক্ষরেখা...
লোনা জলে মুছে যায় সৌভাগ্যলেখা ।
ওদেরই উৎপাতে ভালো মানুষের
ভালোমন্দ ঘেঁটে যায় রোজ...
ঘাট থেকে আঘাটায় ফণা থেকে
চুরি করে বিষ...
কাঁচা পয়সায় ঐ পাষন্ডদের হাত
করে নিশপিশ...
রোমশ থাবার নীচে রাষ্ট্রযন্ত্রের আনুকূল্যে
ঝুটো পয়সা খেলা করে অহর্নিশ... ।
একদিন ফুরোয় জীবন ফুরোয়ে না পথ...
নিয়তির ডাকে আসে অস্তগামী রথ ।
ধ্বংসস্তূপের ডেরায় জীবন হয় শেষ... ।
এত সবের পরেও ঐ একই পথে হেঁটে আসে কালপুরুষেরা সন্ধ্যা তারাদের
নিয়ে...
না-না , এটা কোন রাজনীতির বিষয় নয়...
তবে সাধ্যমতো পার্টি ফান্ডে আর পূজোতে
চাঁদা দেয় ওরা...
বাতিঘরের আলোয় পুরোনো দিনের ছবি
ভাসলে ভীষণ ঘেন্না হয় আর অস্থিরতা
বেড়ে যায়...
একটা কথা বলতে গিয়ে কত কথাই না
বলে ফেললাম আজ... !
No comments:
Post a Comment