শান্তি চাই
অরবিন্দ সরাক
২০/০৫/২০২৪
অগ্নিরথের চাকা তোমার
থামাও রবি এইবার,
শুনতে কি পাচ্ছো না তুমি
জীবজগতের হুংকার।
তোমার তাপে বিশ্ব কাঁপে
এবার শান্তি চাই,
বারিধারা এখন নামাও তুমি
এছাড়া উপায় নাই।
তোমার তাপে কাঁপছে ধরা
পুড়ছে লতা পাতা,
ঘরের বাইরে গেলে পরেই
লাগছে সবার ছাতা।
এবার তুমি শান্ত হও
তোমার রুদ্রমূর্তি ছেড়ে,
নইলে গাছপালা যাবে শুকিয়ে
উঠবে না আর বেড়ে।
No comments:
Post a Comment