বন্ধুর পথ
এম হানিফা
(১৯/০৫/২৪)
আমি ঢেউ দেখেছি অথৈ সাগরে
অনল দেখেছি অন্তরে
ভালোবাসা দেখেছি মায়ের মাঝে
সত্য দেখেছি প্রকৃতি জুড়ে।
আমি নীল দেখেছি নীলিমা জুড়ে
কান্না দেখেছি মজলুমের
আমি আবেগ দেখেছি আশেকে আর
পরাজয় দেখেছি অন্যায়ের।
আমি কষ্ট দেখেছি খুব কাছ থেকে এবং
চিনেছি মানুষ বিপদে
আমি অন্ধকার দেখেছি গভীর নিশীথে
আপন খুঁজেছি বিষাদে।
আমি লজ্জাবতীর লজ্জা দেখেছি আরো
দেখেছি পাষাণের নিষ্ঠুরতা
আমি কখনো সমীরণের মহা শক্তি দেখেছি
আরো দেখেছি অমানবিকতা।
আমি মানুষের মনুষ্যত্বকে খুঁজে বেড়িয়েছি
আর পেয়েছি নতুন শিক্ষা
আমি অন্যায়ের প্রতিবাদ শিখে তা করেছি
আর তাই পেয়েছি অনেক দীক্ষা।
No comments:
Post a Comment