Wednesday, July 10, 2024

মনকে করো সুখী -- মোঃ নুরুল ইসলাম রাকিব

 মনকে করো সুখী 
 মোঃ নূরুল ইসলাম রাকিব
 ০৯/০৭/২০২৪
সবুজ ঘাসে ঢগায় ফাঁসে
বৃষ্টি ভেজা বিন্দু হাসে 
রবির আলো পেয়ে,
সকাল বেলা চলছে খেলা 
আলো ছায়ায় মেঘের ভেলা 
আসছে শুধু ধেঁয়ে!

বাতাস নাচে রবির আঁচে 
এই গরমে প্রাণ কি বাঁচে 
পানি তৃষ্ণা পেলে?
গাছের ছায়া বাড়ায় মায়া
ওই দূরে যে উজান নায়া 
সুরে কন্ঠ মেলে!

শালিক ডাকে পাতার ফাঁকে 
আকাশ মেঘে বৃষ্টি আঁকে 
বিজলী রাণী জ্বলে,
শব্দে জাগে সবার আগে 
তৃষ্ণা মনে চমক লাগে
বজ্র সেনা বলে!

আষাঢ় শেষে বৃষ্টি এসে 
চতুর্দিকে বন্যা ভেসে 
কাঁদে গরীব দুখী,
জিন্দা লাশে বাঁচার আশে 
জলদি গিয়ে দাঁড়াও পাশে 
মনকে করো সুখী!

No comments: