Tuesday, July 9, 2024

ইন্টারভিউ -- উত্তম গোস্বামী

 ইন্টারভিউ
 উত্তম গোস্বামী 
  ১৮/০৫/২০২৪
হাঁদারামের ইন্টারভিউ 
চলেছিল গতকাল 
প্রশ্ন ছিল চাল কুমড়োয়
 ক'ভাগ থাকে চাল?

ভাবতে থাকে হাঁদা শুধুই 
ছিঁড়ে মাথার চুল 
একশো ভাগ বলে হাঁদা 
উত্তর দিল ভুল।

হাঁদার কাছে এলো এবার 
দ্বিতীয় প্রশ্ন-বান
'মান কচুদের কোথায় থাকে 
মান আর অপমান।'

প্রশ্ন শুনেই হাঁদা এবার 
 ঝরায় দেহের ঘাম
মনে মনে করতে থাকে 
হরে কৃষ্ণ নাম। 

'বলতে পারো গোলাপজামের 
কেন এতো এর দাম?
ক'ভাগ থাকে গোলাপ এতে
 ক'ভাগ থাকে জাম?'

মুচকি হেসে বললো শেষে
দুষ্টু হাঁদারাম 
বলুন না স্যার আমার কেন 
গোবরগণেশ নাম।

No comments: