শ্রাবণের রঙ
সুরজিৎ পাল
৮.৭.২০২৪
ঝমঝম বর্ষণ-অবিশ্রান্ত শ্রাবণ,
চারিধার ডুবায়-দয়া হীন প্লাবন।
চোখ সম্মুখে-নদী ভাঙ্গন,
তলিয়ে যায়-বাস ভবন।
শ্রাবণ ধারায়-শৃঙ্খলিত আবেশ,
ধিকিধিকি আগুন-মনে প্রবেশ ।
সিক্ত বদন, সিক্ত বসন,
বর্ষণ ছন্দে-চিন্তার স্মরণ।
ইংগিত লক্ষণ-বজ্র দংশন,
জ্বলন জ্বালায়-এ কিসের গর্জন?
মন উদাস- বিরাগী গম্ভীর কাব্য,
পাওয়া না পাওয়া-প্রকৃতির চোখে দুঃসাধ্য।
ছমছম নূপুরের রিনিঝিনি বোল,
ক্লান্ত নয়ন তুলেছে রোল।
স্বপ্ন সিক্ত কুয়াশাচ্ছন্ন রূপ,
আয়নায় ধোঁয়াশা কল্পনার কুপ।
চারিদিক ছোটাছুটি ত্রাণ গেল কোথা ,
রাজনীতি -
আয়না কি জানে সত্যি কি স্থিতি?
বর্ষণ কর্ষণ বাগান হয় উর্বর?
মাথায় হাত কাগজের শব্দ কড়কড়।
কড়কড় গুণে পৌঁছাই মাহফিলে,
হৃদয় বেঁধেছে অলিখিত ঋণে।
ঝরঝর স্রোতে ভেসে প্রতিক্ষার দীর্ঘশ্বাস,
শ্রাবণ হয়েছে কারো সর্বনাশ কারো পৌষমাস।
No comments:
Post a Comment