Tuesday, July 9, 2024

হোক শপথ -- সূর্য্যোদয় রায়

 হোক শপথ
  সূর্য্যোদয় রায়
  ১৮/০৫/২০২৪
হাতে হাতে নিয়েছি শপথ
নতুন এক অঙ্গিকার,
প্রয়োজন সকলের ঋদ্ধ মত
এসো হাতে হাত রাখি সবার।

চলার পথে মেঘ ঘনাক
আসুক বাঁধা আজ প্রতিদিন,
নতুনেরা গল্প শোনাক
মুছে যাক আজ সব ঋণ।

সত্যের পথে বিপুল বাঁধা 
আজও যে সত্য নিশ্চিত নয়,
তবু মোরা গড়ি নব মেধা
হবেই হবে আমাদের জয়।

মরে যেতে সকলেই পারি
মরনেই সব নয় শেষ,
জেনে নিক মিথ্যার কারবারি
এই হাতে গড়বই দেশ।

ছোটো ছোটো আজও এই হাত
তবু ছোট নয় আমাদের প্রাণ, 
তাই নাই সংকোচ দিন রাত
প্রত্যয়ে তাই আজও গাই গান।

আলো দেখি আঁধারের পরে
দেখি আশা বিস্মৃত দিনকাল,
তাই আজ মরণেও ঘরে
ছাড়ি নি তো জীবনের হাল।

এইখানে জেগে আছে আশা
জেগে আছে আমাদের মন,
ভোলে নি যে দূর্যোগ ভাষা
বঞ্ঝাক্ষুব্ধ রাতে বাদলের বন।

তাই আজও হাতে হাত রাখ গো
প্রতিজ্ঞার বন্ধনে দৃঢ় সেই হাত,
ঠিক একদিন জাগবেই দেখে নিও 
ঘৃনার অসীম দূর্লঙ্ঘ্যতায় দগ্ধ এ বরাত।

No comments: