Friday, July 26, 2024

শ্রাবণের হাত ধরা বৃষ্টি কথা -- সুব্রত সেন

শ্রাবণের হাত ধরা বৃষ্টি কথা৷
সুব্রত সেন
২৫\০৭\২০২৪
ও এসেছে, ওকে ঘরের মধ্যে আসতে দাও
বসতে দাও, হাত মুখ ধোয়ার জল দাও
তারপর ওকে দিয়ো তোমার ভালোবাসার এক গ্লাস সরবৎ
তাতে দিয়ো একটু কাজু কিশমিশ আর গোলাপের পাপরি৷
ইরাকী তৃষ্ণার আগুন দেহে কাদা মাটির ক্লান্তির ছাপ...৷

জিরোতে দিয়ো, মাথার কাছে খুলে দিয়ো পূবের জানালা
ভেসে আসুক শিউলির গন্ধ ,বেজে উঠুক হালকা সুরে ইমনকল্যাণ ৷

ওর স্মৃতিজুড়ে হেমন্তের কুয়াশার চাদর, মৃত জোয়ানের কপিন
 ঝার বাতির রঙ্গিন আলোয়, যেন নিঃশ্ব হয়ে না যায়৷

ওকে দুরের পাহাড় দেখাও, ঝর্ণা দেখাও, দেখাও পুরোনো 
মাটির বাড়ি ,লাউ মাচা ,পুঁই মাচা,ভোরের ভৈরবি সুর
গ্রাম্য কিশোরি বধুর কত ক্ষত বিক্ষত নদীঘাট..৷
ছোট্ট ডিঙা,দোয়েল কোয়েল শ্যামা আর শ্রাবণীর হাত ধরা বৃষ্টি কথা...৷

এবার একটু একটু করে মুছে যাক সব... পুরোন বইয়ের মাঝে
ছেড়া চিঠি, ইরাবতীর গন্ধ..৷

No comments: