Thursday, July 25, 2024

মুঠোয় মরীচিকা -- লক্ষ্মীকান্ত দাস

মুঠোয় মরীচিকা
লক্ষ্মীকান্ত দাস 
২৪.০৭.২০২৪
মুঠোফোনের মরীচিকা 
চোখের তারায় জ্বলে 
কেউবা বলে প্রানভ্রমরা 
কেউবা বন্ধু বলে ,
কেউবা তাকে মাস্টার বলে 
কেউবা জ্ঞান ভান্ডার 
কেউবা তাকে হাতিয়ার করে
লুটতে চাইছে গন্ডার ।
তোমার আমার মধ্যিখানে
থাকনা হাজার যোজন ।
আঙুলেরই ছোট্ট টোকায়
হব্বে যে সংযোজন ।
দূরের লোককে দেখবে কাছে
নড়ছে চড়ছে সবই 
ছুঁয়ে দেখা বারণ কিন্তু 
প্রেমটা থাকবে কবি ।
পলকেতে পুলক জাগায়
পুলক যে সে পলকা ।
পরক্ষণেই বিষণ্ণতায়
দুঃখ ব্যাথার হলকা ।

No comments: