Friday, July 26, 2024

শ্রাবণ দিনে -- নেপাল চন্দ্র বিশ্বাস

শ্রাবণ দিনে 
নেপাল চন্দ্ৰ বিশ্বাস 
২৫.৭.২৪
আকাশ গাঙে মেঘের নৌকো 
পাল তুলেছে আজি,
নবীন বর্ষা নবীন রঙে 
নবীন রূপে সাজি ।

সকাল বেলায় পুবাকাশে 
মেঘ জমেছে ভারি, 
শ্বেত বলাকা দিঙমণ্ডলে 
উড়ছে সারি সারি ।

ময়ূর নাচে পেখম তুলে 
বর্ষার খবর পেয়ে, 
শেয়াল মামা হুক্কা হুয়া 
ডাক দিয়ে যায় ধেয়ে ।

চিরহরিৎ বৃক্ষ গুলি 
বর্ষা স্নানে মাতে, 
সবুজ পাতার শাখা গুলি 
দোলে বর্ষা রাতে ।

মেঘ বালিকা সেজেগুজে 
কালো শাড়ি পরে, 
মাথার 'পরে ছাতার মতো 
ঠেকায় রৌদ্র করে ।

অনেক দিনের পরে আজি 
শ্রাবণ এলো ফিরি,
চতুর্দিকে ধূমেল হাওয়া 
বৃষ্টি ঝিরি ঝিরি ।

No comments: