এ কেমন বরষা
মহাদেব চট্টোপাধ্যায়
২০/৭/২৪
আসিল বরষা এ মনে সহসা
উথাল-পাথাল ওঠে ঢেউ ,
উন্মনা মন ওড়ে বনবন
আমার পাশেতে নেই কেউ |
আশা গেছে খসে একাকিনী বসে
মনের তরণী যাই বেয়ে ,
কামনার কূলে মন ওঠে দুলে
হাজার চিন্তা আসে ধেয়ে |
দিবস রজনী শুধু কাল গুনি
কান পেতে রই আমি একা ,
হৃদয় বীণায় আছি সাধনায়
কোথায় কখন পাবো দেখা |
দেখিবার তরে আঁখিজল ঝরে
মুষলধারায় শুধু নামে ,
ভিজিল অঙ্গ প্রেমেতে ভঙ্গ
ওগো প্রিয়া ,আছো কোন্ ধামে ?
বিরহের ঘরে বিচ্ছেদ মরে
চিরকাল জানি জ্বলে ,
মিলন আশাতে নয়ন জলেতে
প্রেমের অশ্রু শুধু টলে |
No comments:
Post a Comment