গুরু বন্দনা
তরুণ কুমার ভট্টাচার্য
মাঝ রাস্তায় পথ আটকে
হাস্য মুখে দাঁড়িয়ে
অলক্ষ্যে টান ডাকছে কাছে
চরণ কমল বাড়িয়ে ।
এত দিনের চেনা পথে
ওনার দেখা পাইনি
মনের থেকে তেমন ক'রে
হয়তো আমি চাইনি ।
আমার চাওয়া ওনার চাওয়া
যখনই হয় শুরু
তখন থেকেই উনি হলেন
আমার পরম গুরু ।
আমার হৃদয় মন্দিরেতে
ওনার মূরতি রাজে
সুখে দুখে পথের দিশা
সদাই কানে বাজে ।
গুরুদেবই হাতটি ধ'রে
সাথে নিয়ে যাবেন
গুরু গ্রহণ করুন বন্ধু
অসীম শান্তি পাবেন জজ ডডড
No comments:
Post a Comment