Tuesday, July 23, 2024

রক্তেই যদি রাজপথ ভেসে যায় -- নিখিলেশ চক্রবর্তী

 রক্তেই যদি রাজপথ ভেসে যায়
 নিখিলেশ চক্রবর্তী 
 22/07/2024
 রক্তেই  যদি  রাজপথ ভেসে যায় ,
মায়ের কান্না ভেসে যায় বাতাসেতে ,
অধিকার চাওয়া হয় যদি  অন্যায়  ,
সুবিচার জেনো আসবেই আদালতে।

 মনে রেখো শুধু মিছিলের জয় হয় ,
হেরে যায় জেনো গোলা গুলি বেয়নেটে;
সময়ই  পেয়েছে  আন্দোলনের ভয় ,
শুনি জয়গান সীমানায় খেতে খেতে। 

 স্বাধীনতা শুধু স্বাধীনতা জেনো নয় ,
লড়াইয়ের পথে কথা কয় স্বাধীনতা  ;
নেমে থাকো পথে পথই আনবে জয় ,
মাভৈঃ দেশের দাবীর মেধাবী কথা। 

 রক্তেই যদি রাজপথ ভেসে যায় ,
মৃত্যুই  হয়  জীবনের  পরিণতি ;
দাফনের মাটি ঢেকে যায় কান্নায়,
শোণিতেই লেখা থাকবে শহীদ ইতি।
                 

No comments: