Monday, July 8, 2024

চিত্তরঞ্জন সাঁতরা

কবিরাও কাঁদে
চিত্তরঞ্জন সাঁতরা 
০৭/০৭/২০২৪
কবিরাও কাঁদে হাউমাউ করে
চোখের জল ফেলে।
বুকের জমাট পাথরের নড়াচড়া
হৃদপিন্ডকে আঘাতে আঘাতে
রক্তাক্ত করে।
হৃদস্পন্দনের গতি ক্রমশ‍ঃ ক্রমশঃ 
ঝিমিয়ে আসে অজস্র রক্ত স্রোতে।
গড়িয়ে পড়ে দুচোখে নোনা সমুদ্রের 
উচ্ছ্বাস ঢেউ।
কবিরা কাঁদে গোপনে নীরবে।
দুচোখে ক্রমাগত ঝরে পড়া ফোঁটা 
ফোঁটা শিশিরের বিন্দু জলধারা হয়ে
ভেজায় বুকের জমাট স্তূপাকারের
বেদনা।
কবিদের দুঃখ বেদনার হতাশা অব্যক্ত
হয়ে ভাসে কাব্যিক ঝংকারে।
বাস্তবতায় ভেসে চলে নিঙরে নেওয়া
হৃদয়ের হাহুতাশ হতাশার আগুনের
লেলিহান শিখায় লেখনীর পাতায়
পাতায়।
কবিদের জীবনে থাকে এক ব্যক্তিগত
ব্যর্থতার সুর যা ভাবনা কল্পনাকেও হার
মানায়।
তাই কবিরা অনিচ্ছায় কেঁদে মরে একটু
হালকা হতে বুকের পাথরটাকে সড়িয়ে।
কবিরা কাঁদে লেখনীতে যা গল্প কথা
নয় ,নয় কোনো কাব্যিক সৃষ্টি, শুধু বলে
যাওয়া বাস্তব জীবনের দুঃখ বেদনা
হতাশার এক মলিন কাহিনী।

No comments: