Monday, July 8, 2024

মনোকথা -- সুব্রত সেন

 মনোকথা
 সুব্রত সেন
  ০৬\০৭\২০২৪
আজকাল আর কেউ সময়ে আসে না৷ 
বর্ষা শরৎ বসন্ত এরা যেন সময় জ্ঞানটা ভুলে গেছে
কখনও কখনও বেপাড়ার ছেলেদের মত মাঝে মাঝে
উঁকি ঝুঁকি দেয় , মেঘ৷
জানালার ফাঁক দিয়ে কিছু সন্দেশ পাঠায় ৷

মেঘ আর বৃষ্টি এরা সহ পাঠি ,এক পাড়ায় থাকে
আকাশ ওদের বন্ধু..৷
আজ হঠাৎ বৃষ্টি রাগে অভিমানে অসময়ে এসে সব তোলপার করে৷
ঘর মাঠ ঘাট পাঁকা ধান ক্ষেতে যা ছিল সব ..৷

এদিকটা চুপচাপ,
তবু বৃষ্টির স্বরলিপি ঢুকে পরে ঘরে ঘরে৷
আর তখনই শুরু হয় কলোনির প্রতিদিনের রেওয়াজ সা-রে-গা-মা৷
গর্জে ওঠে আকাশ,তার সঙ্গে তাল মিলিয়ে রন নৃত্যে গাছপালা, 
মেঘমল্লারের বন্দিশ টা ঢিমে তালে ভেসে আসছে   তখনও
ধীরে ধীরে রাত  নেমে আসে৷

অশান্ত মেঘের কান্না লিখে রাখে আকাশের মনো কথা..৷

No comments: