রাহুলের জীবন স্বপ্ন
উত্তম গোস্বামী
২১/০৭/২০২৪
চাঁইপাটের এক ছোট্ট ছেলের
গল্প বলি শোনো
মানবসেবী সেই ছেলেটির
নাম কি তোমরা জানো?
কত অসহায় মুমূর্ষুদের
কাঁদছে যখন প্রাণ
এগিয়ে আসেন সেই ছেলেটি
রাহুল মাজী নাম।
সেই ছেলেটির ছোটবেলায়
স্বপ্ন ছিল মনে
করবে সেবা দিন-দরিদ্র
গরিব আর্তজনে।
সেই ছেলেটি বিদ্যালয়ে
আঁকতো জীবন ছবি
মানব সেবাই পরমব্রত
জীবনেতে ছিল হবি।
স্যার বলতেন,'রাহুল তুমি
অনেক বড় হবে
তোমার কথা চিরজীবন
মোদের মনে রবে।'
বাবা-মা তার মানব দরদী
পরম নিষ্ঠাবান
বাবা মায়ের মতো ছেলের ঢ়
হৃদয় শ্রদ্ধা বান।
কত কষ্ট সংগ্রামে আজ
জ্বলছে জয়ের বাতি
আঁধার রাতে আলোর পথে
পেয়েছে জীবন সাথী।
স্বপ্ন আঁকা জীবন পথে
ছেলের জয় গান
হৃদয় পাতায় থাকবে লেখা
রাহুল মাজী নাম।
No comments:
Post a Comment