দাম্ভিকত্ব করেছে সমাজ থেকে ব্রাত্য
সুরজিৎ পাল
২৯.৭.২০২৪
দাম্ভিকত্ব কুটে কুটে ভরা -
নমনীয়তা ধরতে বিলক্ষণ- লাগবে অণুবীক্ষণ ।
কেউ এলে দারোয়ান বলে-
আছে কি পূর্ব অনুমতি ও সময় নির্ধারণ?
না থাকলে বাড়ি জান,
খেয়ে দেয়ে ঘুমান।
অন্যথা আমি হবো বরখাস্ত,
মালিকের মুখ ঘুরিয়ে নেওয়ার নাম পুরুষত্ব।
কিসের দম্ভ, কাকে দেখায়, পায় কি?
রক্তে ছিল না,দরীদ্র পরিবার থেকে আগত,
পড়ার সুযোগে উচ্চ শিক্ষা , উচ্চপদস্থ চাকরিতে ধাতস্থ।
বড়োলোকের মেয়ে কে বিয়ে,
পরিবার,পরিজন,শ্রেণী সঙ্গ ত্যাগে নিজেকে আলাদা করে।
দম্ভের শুরু -
দেখায় নিজ সম্প্রদায়কে - নিজের অতীত ভুলতে চায়,
দুই একবার বিদেশ সফর-
বাবু থেকে কালো সাহেব হয়ে যায়।
ধরাকে সরা জ্ঞান করে,
দুর দুর ছৈ ছৈ অভ্যাসে পরিণত হয়।
ভাই দেখা করতে এলে
বলে -
ইংরেজিতে কথা বলতে শিখলে তবেই প্রবেশ করবি ঘরে,
অন্যথা যে তিমিরে আছিস সে তিমিরে ই থাক হরে কৃষ্ণ হরে রাম করে।
অপমানিত হয়ে ভাই চলে যায়,
রাস্তার ভিখারী টা দেখে হাসে-
নতুন নতুন টাকায় গরমান্ধ-
হায় দম্ভ !
কি আর বলি ,
কিছুদিন পর পাব পাশের আসনে ,
নির্ঘাত রাখবো যতনে।
এটাই যে ভবিতব্য,
বিধাতার সাথে সাথে সমাজে ব্রাত্য।
No comments:
Post a Comment