Tuesday, July 30, 2024

কবিতা কথা বল্ -- উত্তম গোস্বামী

কবিতা কথা বল্
উত্তম গোস্বামী 
২৯/০৭/২০২৪
গরীব মায়ের ছোট্ট মেয়ে 
নামটি কবিতা 
স্বপ্ন আঁকে দু-চোখের তার
জীবন ছবিটা। 

ক্লাস ফোরের সেই মেয়েটি 
সব কাজে পারদর্শী
অবাক চোখে তাকিয়ে দেখে 
 পাড়র সকল পড়শি।

বাপ মরা সেই ছোট্ট মেয়ে 
ক্লাসের ফাস্ট গার্ল
নেই কোন তার বেশভূষা আর 
নেই কোনো তার চাল। 

গত রবিবার গিয়েছিল মা 
ধান রুইতে মাঠে 
গামছা বেঁধে মুড়ি নিয়ে সে
যাচ্ছিল পায়ে হেঁটে।

মাথায় আছে মুড়ির থালা 
হাতে জলের ঘটি
রাস্তা একটু ভালো দেখলেই 
করছে ছুটোছুটি।

ঘাস ভরা ওই মেঠো পথে 
যাচ্ছে যখন মেয়ে 
হঠাৎ করে করুন কান্নার 
শব্দ আসে ধেয়ে।

"মাগো তুমি এসো ছুটে 
সাপ দিয়েছে কামড়ে 
যন্ত্রণাতে মরছি আমি 
জীবন পথে আছড়ে।"

"যাচ্ছি সোনা ছুটে ছুটে 
করিস না তুই ভয়
হাসপাতালে নিয়ে গিয়ে 
করবো জীবন জয়।"

নীরব হলো মায়ের কোলে 
প্রাণের কবিতা 
জীবন সাঁঝে উঠল ভেসে 
করুন ছবিটা।

হাহাকারে মায়ের দুচোখ 
ঝরায় অশ্রু জল 
কেঁদে কেঁদে মা বলছে তারে 
'কবিতা কথা বল্!'

No comments: