সৃষ্টি ধারা
মো: নূরুল ইসলাম
৩০/০৭/২০২৪
বয়ে চলে সৃষ্টির ধারা,
কোথা হতে বহে অবিরত!
জানে না তো কেউ, শুধু অনুমান করে।
দেখেনি কেউ, অনুমান করে শুধু কোন খানে,
জমা আছে জানে একসাথে।
নেমে আসে একে একে,
কিছু দিন থেকে ফিরে যায় সেখানে।
যেমন বৃষ্টি আসে ফিরে ফিরে ধরণীতলে,
সবাই তা জানে আকাশ হতে,
জমা হয় মেঘরূপে, ভরে যায় জলে।
নদনদী খাল বিল সাগরের জল,
রৌদ্র তাপে উড়ে যায়,
করে ঘোরাঘুরি আকাশে কিছু কাল,
সেথা ঠান্ডা পরশে হয় শীতল।
পায় নতুন জীবন, বিন্দু বিন্দু বরফ সুশীতল,
ঝাপি ঝাপি ঝড়ে পড়ে অবিরল।
কালো মেঘে সামঞ্জস্ হয় তারা,
করে প্রাণ সচল শষ্য শ্যামলা ধরা।
প্রশ্ন জাগে মনে কেহ কি আছে কোনো খানে!
ধরেছে লাটাই রচিতেছে মায়াজাল।
কোন অভিপ্রায় উদ্দেশ্য কি তার!
শুধু কি সৃষ্টির আনন্দে ভাসা!
বহিবে ভুবনে এমনে নিয়ে বাধাহীন গতি,
নাকি অন্যরূপ তার,অন্য কোনো নীতি।
দেখিবার ইচ্ছা জীবন চরাচর,
কেমন তার হাসিখেলা, কেমন রূপাচার!
দেখিতে চায়কি তবে বুকফাটা ক্রন্দন!
জীবন যুদ্ধ মৃত্যুর সাথে পাঞ্জা!
শৈশব কৈশোর যৌবন কিংবা বৃদ্ধাশ্রম,
কোনটা তার আপনজন, কোনটা প্রিয়তম।
No comments:
Post a Comment