Friday, July 26, 2024

অচিন পাখি -- দীপ্তি চৌধুরী ঘোষ

অচিন পাখি
দীপ্তি চৌধুরী ঘোষ 
25/07/24
ভিনদেশী এক পাখি এনে
পুষলাম যতন করে,
আদর করি তবু পাখির
মনটা না আর ভরে।

খাঁচার পাখি পোষ মানে না
ছটফটিয়ে মরে,
সুখ থাকে না হৃদয় মাঝে
থেকে বদ্ধ ঘরে।

খাঁচার পাখি বলছে ডাকি
দাও না আমায় ছেড়ে,
মনের সুখে উড়বো আমি
পাখা দুটি নেড়ে।

বনের পাখি বনে মানায়
মনের পাখি মনে,
খাঁচার আগল খুলে গেলে
পালিয়ে যায় বনে।

যা উড়ে যা আকাশপানে
খাঁচা দিলাম খুলে,
মন খারাপের দিনে আসিস
নিজ ঠিকানা ভুলে।

No comments: