Sunday, July 28, 2024

যাওয়ার বেলা -- ডঃ বিষ্ণুপ্রসাদ সিংহ

 যাওয়ার বেলা
 ড. বিষ্ণু প্রসাদ সিংহ
২৬|০৭|২০২৪
যাওয়ার বেলা কিছু না কহিব,
আমি শুধু নীরবে রহিব। 
পুষ্পে গাঁথা মালাখানি-
চেয়ে চেয়ে বিদায় মাগিব!

ব্যাকুল করিবে মোরে,
কুসুমের সুভাষিত গন্ধ।
সাজানো স্মৃতির পাতা ঝরে,
দুয়ারখানি হবেগো বন্ধ।

দূরে যবে রবির কিরণ,
রক্ত জবা মনে হবে বরণ।
আমি করজোরে নমে,
অস্ত যেতে করিব বারণ!

ধীরে প্রদীপ যাবে নিভে,
না রহিবে গীত কন্ঠে।
আমি বিরহিনী মূর্ছিত বদন,
চাতক পাখি যেন চাহিব গগন।

সবারে জানাবো সম্ভাষণ,
মুছিব অশ্রুজল করে আভরণ।
এ বেদনা আর না হবে মুচন,
শান্ত হবে মোর এ ভুবন।

No comments: