মানব মনন
নিবারণ চন্দ্র দাস
২৪/০৭/২০২৪
মানবের সাথে মিলেমিশে রই
আত্ম গরব ছাড়ি,
সুখের সাগরে ভেসে যেতে যেতে
অজানায় দিই পাড়ি।
কত কথা জাগে পরাণের মাঝে
যায়না সকল বলা,
গহীন আঁধার পথে যেতে যেতে
থেমে যায় পথচলা।
কত হাসি গান কত কলতান
অন্তর হ'তে দূর,
শুনিনা যে আর ধুম বারাবার
ভুবন মোহন সুর।
একদিন যবে সব থেমে যাবে
শান্ত এ পৃথিবীটা,
নীরবে গোপনে বিদায় লগনে
ছেড়ে যেতে হবে ভিটা।
মানুষের সাথে মানবিক পথে
থাকি যদি কিছুদিন,
হয়তো তখনি শোধ হতে পারে
জমে থাকা কিছু ঋণ।
:::-:::
No comments:
Post a Comment