Thursday, July 25, 2024

বিষাক্ত দাঁত -- নুপুর নন্দী

বিষাক্ত দাঁত
নুপুরনন্দী
24/7 /2024
তোমার কাছে একটাই প্রশ্ন
কি করে তুমি পারো এতো ! 
এক হৃদয়ে বাসতে ভালো,
একি সময়ে, দুটি মানুষকে !!!

বলেছিলে তিন সত্যিতে
থাকবে তুমি আমার হবে,
তবে কেনো আজ আমায় রেখে
খুজে নিলে নতুন স্বজন ! 
কি এমন ক্ষতি করেছি আমি তোমার !?  

খেললে দারুন খেলা,
ভালোবাসার দোহাই দিয়ে 
বুঝিনি তাই তোমার নিষ্ঠুরতা 
বিশ্বাসের কালো পদ্মায়
চোখ ঢাকা ছিলো বলে ৷

কি করে পারলে নীল... তুমি ! 
প্রতি মুহুর্ত নিষ্টুরতায়
মিছামিছি অভিনয়ে,
আমর জন্য সঞ্চয় করা সময় তোমার,
অন্যকে দিতে  !? 

সব কিছু জেনে বুঝেও তুমি
আমায় ঠকাতে পারলে ?
সত্যি করে বলছি,
স্বপ্নেও কখনো ভাবিনি ! 
এমন করে তুমি আমায় ঠকাবে ৷

এতোটাই ছিলো বিশ্বাস আমার !
তোমার প্রতি.....
আর এই তুমি ভুলে সব বাঁধন মায়া,
দূর অজানায় পারি জমালে ৷

নীল তুমি কি একবার বলবে!
আমায় দেখানো যতো সব স্বপ্ন তোমার,
তা আর আমার মতো কজন-কে দেখাবে!?

No comments: