Wednesday, July 24, 2024

স্টেশন কিন্তু গাড়ী থামেনা -- দিলীপ ঘোষ

স্টেশন কিন্তু গাড়ী থামেনা
দিলীপ ঘোষ
২৩/০৭/২৪
ঘড়িতে ন'বার ঘন্টা বাজলো
এখন অন্ধকার
শেষ ট্রেন চলে যাওয়া স্টেশনের মতো
পরাজিত প্যাসেঞ্জার
পা দুটো টলে, বুকে ভারী পাথর
বাঁকা সিড়িতে দাঁড়িয়ে সন্ধ্যার নদী
অপেক্ষামান যাত্রী ফুটো নৌকায় চেপে
করছে পারাপার

পান থেকে চুন না-খসা আবেগ
উল্টোডাঙ্গায় মেট্রোতে চেপে
কাট পুড়ানোর দেশে পৌঁছায়
ব্যর্থতার আঙ্গুল দিয়ে ভিজে কাট কুড়ায়
আসে-যায় পরীযায়ী প্লাটফর্মে,
            সময় কাটায় ছায়াহীন গাছতলায়

সময় চলে যায়, আবেগ প্রাণ হারায়
গন্তব্য কপাল ঠোকে,
              প্ল্যাটফর্মহীন কোন জায়গায়।

No comments: