সুধায় মগন বিশ্বজগৎ
অরুণ কুমার মহাপাত্র
১৭/০৭/২০২৪
ঝুম বেদনায় নদীর ধরে
হাঁটছি আমি একা একা
আড়বাতাসে দোল খাওয়া
গাছগুলো সব যাচ্ছে দেখা
পাতাগুলো সব জানে না তো
মনপাখিটার বিষাদ খবর
মনের মাঝে তাই জেগে রয়
মন বিলাসের ভাবনা ডোর
গাছে গাছে পাতার শীষ আর
পোয়াতি নদীর ছলাৎ শব্দ
মন কুঠুরির ঐ হাজার কথা
নাচছে তুলে কত না ছন্দ
পাকুড়তলে বসে যেন আমার
বোধি লাভের তপস্যা
মন কুঠুরির খুলতে তালা প্রভু
হয় না যেন সমস্যা
জলে বনে পর্বতে দেখছি আমি
ভাস্কর্য যেন পরত পরত
সবটুকু যেন আজ উজা়ড় করে
সুধায় মগন বিশ্বজগত ।
No comments:
Post a Comment